জাপানি তেল ব্যবহার করলে কামোত্তেজনা ও যৌন ক্ষমতা বৃদ্ধি পায়, এমনই দাবি প্রস্তুতকারক সংস্থার। এবার সেই দাবির সত্যতা নিয়েই প্রশ্ন তুলে দিল পুনের ফুড অ্যান্ড ড্রাগস অ্যাডমিনিস্ট্রেশন (FDA)। জাপানি তেল, স্তন বৃদ্ধির জন্য ক্যাপসুল ও তেল, পাওয়ার প্লাস হোয়াইট মুসলি, উচ্চতা বৃদ্ধির জন্য স্পিডহাইট ক্যাপসুল-সহ মোট ৬টি পণ্য নিষিদ্ধ ঘোষণা করল তারা। পণ্যগুলির নির্মাতা সংস্থার বেশির ভাগেরই ঠিকানা হরিদ্বারে।